Page 1 of 1

Forum Posting Guide - কমিউনিটি ফোরাম ব্যাবহারের নিয়মাবলি

Posted: 20 Jan 2023, 3:30 pm
by admin
আপনাকে অশেষ ধন্যবাদ কমিউনিটি'র মেম্বার হওয়ার জন্য !

নিয়মনীতি খুবই সিম্পল। যে বিষয় নিয়ে কথা বলবেন সেই বিষয়ের ‍নির্দিষ্ট ফোরামে'ই পোস্ট করবেন। উদাহরনস্বরূপ, ওয়ার্ক-পারমিট বা ভিসা সম্পর্কিত আলোচনা শুধুমাত্র Europe Immigration - ইউরোপে অভিবাসন ক্যাটাগরিতে/ফোরামে পোস্ট করবেন, ওয়ার্ক-পারমিট/ভিসা আলোচনা অন্য ফোরামে গিয়ে করবেন না।

ফোরামে কথা কাটাকাটি ঝগড়া/বিবাদ করবেন না !

বে-আইনি/illegal কোনো আলোচনা এই কমিউনিটি'তে নিষিদ্ধ !

কোনো টপিক/আলোচনা যদি বিষয়-বহির্ভূত (unrelated) হয় তাহলে সেই টপিক General Discussion সেকশন এর Adda Lounge - আড্ডা লাউঞ্জ ফোরামে পোস্ট করবেন।

কমিউনিটি'র যেকোনো মেম্বার আরেকজন মেম্বার'কে প্রাইভেট মেসেজ পাঠাতে পারেন, কোনো রুল ভঙ্গকারি দেখতে/জানতে পারলে admin/moderator-দের কাছে প্রাইভেট মেসেজ করে জানাবেন।

নিয়মনীতি ভঙ্গ করলে তাকে ফোরাম থেকে ব্যান করা হতে পারে !

আমরা এই কমিউনিটি বোর্ড-এ আপনার সাথে আছি। প্রশ্ন করে একটি টপিক পোস্ট করলেই আমরা রিপ্লাই'তে উত্তর দেবো।

ইউরোপে আপনার উজ্জল ভবিষ্যত কামনা করছি !